ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৯, এপ্রিল ২২, ২০১৮
হবিগঞ্জে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২৫ ডিবি সদস্যদের হাতে আটক মাদক ব্যবসায়ী/ ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) রাত থেকে রোববার (২২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৮ জন পরোয়ানাভুক্ত এবং ৭ জন নিয়মিত মামলার আসামি।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) দিনগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ও পুলিশের পৃথক অভিযানে এ মদ জব্দ করা হয়।

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ বাংলানিউজকে জানান, বিজিবি’র ধর্মঘর বিওপির একটি দল উপজেলার সস্তারমোড় এলাকা থেকে ৯৩ বোতর ভারতীয় মদ জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া চুনারুঘাটে রাতে অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।  

হবিগঞ্জের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩৪ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।