ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভালুকায় প্রাইভেটকার-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৯, এপ্রিল ২২, ২০১৮
ভালুকায় প্রাইভেটকার-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার-কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরেকজন।

রোববার (২২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপজেলার নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল কাদের মাস্টার (৬৫) ও তার ছেলে জুয়েল (৩৫) এবং প্রাইভেটকারচালক সাগর (৪০)।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে দ্রুতগামীর একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী বাবা আব্দুল কাদের মাস্টারের মৃত্যু হয়। আহত হয় তিনজন। আহতদের সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমকে) হাসপাতালে নিলে নিহত আব্দুল কাদেরের ছেলে জুয়েল ও চালক সাগরের মৃত্যু হয়। নিহত আব্দুল কাদেরের আরেক ছেলে বাছির মমকে হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা,  এপ্রিল ২২, ২০১৮/ আপডেট: ১২১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।