ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, এপ্রিল ২১, ২০১৮
বেনাপোলে ফেনসিডিলসহ পাচারকারী আটক ফেনসিডিলসহ পাচারকারী আটক/ ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ শাহ আলম নামে এক মাদক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি- ৪৯) সদস্যরা।

শনিবার (২১ এপ্রিল) বিকেলে বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী বেনাপোলের বারোপোতা গ্রামের রবিউলের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ৪০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।

৪৯ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ফেনসিডিলসহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।