শনিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন বাউফল উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মো. মামুন মুন্সীর স্ত্রী।
আহতরা হলেন - নিহত শারমিনের মেয়ে মরিয়ম ও ভাই আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় বগা ইউনিয়নে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে শারমিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন শারমিনের মেয়ে ও ভাই। পরে আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এমএস/আরআইএস/


