ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নবীনগরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় বৃদ্ধের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, এপ্রিল ২১, ২০১৮
নবীনগরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে আলী আকবর নামে (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আলী আকবর ওই গ্রামের বাসিন্দা।

নবীনগর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে গোসল করতে পুকুরে যান আকবর আলী। এসময় ঝড় শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নেন তিনি। পরে গাছটি ভেঙে তার গায়ের উপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।