ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাটুরিয়ায় স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, এপ্রিল ২১, ২০১৮
সাটুরিয়ায় স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’ পাপিয়া। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় পাপিয়া আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২১ এপ্রিল) দুপুরে স্কুল থেকে ফিরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে পাপিয়া। বিকেল ৩টার দিকে ঘড়ের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন মাস্টার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

পাপিয়া আক্তার সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ছামাদ হোসেনের মেয়ে।

পাপিয়ার প্রতিবেশী সোরহাব মিয়া জানান, পাপিয়াকে নিয়ে তার বাবা-মা একই ইউনিয়নের শিমুলতুলি গ্রামে পাপিয়ার নানার বাড়িতে থাকতেন।  

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বাংলানিউজকে জানান, স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
কেএসএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।