ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইরান সফরে নৌবাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, এপ্রিল ২১, ২০১৮
ইরান সফরে নৌবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ

ঢাকা: সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে গেলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

শনিবার (২১ এপ্রিল) নৌবাহিনী প্রধান ইরানের উদ্দেশ্যে রাজধানী ত্যাগ করেন।

এ সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানকে বিদায় জানান।

আগামী ২২ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠেয় ‘ষষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’ সম্মেলনে আইওএনএস’র সদস্য রাষ্ট্রসমূহ অংশগ্রহণ করছে।

সফরকালে নৌবাহিনী প্রধান ওই সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে অবস্থানকালে তিনি ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ড. হোসেইন খানজান্দি ও জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সহকারী প্রধান ভাইস অ্যাডমিরাল হিরোশী ইয়ামামুরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দু’জন কর্মকর্তা রয়েছেন।

সফর শেষে নৌবাহিনী প্রধান আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
পিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।