শনিবার (২১ এপ্রিল) দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত আজিজার মোল্লা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের জয়নাল মোল্লার ছেলে।
জয়পুরহাট জেলা কারাগারের জেলার তারেক রহমান বাংলানিউজকে জানান, মাদক মামলার আসামি আজিজার বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজিজারের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এনটি