সম্প্রতি ডিজিটাল প্রতারকের খপ্পরে পড়েছেন তিনি। Md Shahjahan Mia নামের নিজের ফেসবুক আইডি হ্যাক করেছে একটি প্রতারকচক্র।
শুধু তাই নয়, ফেসবুক আইডিটি ব্যবহার করে অপরাধীরা ফ্রেন্ডলিস্টে থাকা প্রত্যেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে বিভিন্ন কৌশল প্রয়োগ করছেন।
মুক্তিযোদ্ধা শাহজাহানের আইডি থেকে স্থানীয় এক সাংবাদিককে শনিবার দুপুরে ইনবক্স করে টাকা চাওয়া হয়। এতে বলা হয়, আমি বিপদে আছি আমাকে এখনি ১৫০০শ’ টাকা পাঠাও। এসময় ওই প্রতারক একটি নম্বর দিয়ে তাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে বলেন।
আইডি হ্যাকের বিষয়টি শাহজাহান মিয়া জানতে পেরে তার সব ফেসবুক বন্ধুদের সতর্ক থাকার পরামর্শ দেন।
সবশেষে তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত থেকে আমি ফেসবুক ব্যবহার করতে পারছি না। অপরাধীরা পাসওয়ার্ড পরিবর্তন করে নিজেরাই ব্যবহার করছে এমনকি বিভিন্ন কৌশলে প্রতারণা করার চেষ্টা অব্যাহত রেখেছে। এ পরিস্থিতিতে আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি।
নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজকে জানান, এ বিষয়ে তিনি অবগত রয়েছেন। অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, শাহজাহান ১৯৭১ সালের ২৫ মার্চ, রাতে পাকিস্তানি সেনাদের রাজারবাগ পুলিশ লাইনসে আক্রমণের খবর ওয়্যারলেসের মাধ্যমে মুহূর্তে প্রতিটি পুলিশ স্টেশনসহ সারাদেশ জানিয়ে দেন। তখন তিনি বলেছিলেন- ‘Base for all stations. Please keep Note. Keep listening, watch. We are already attacked by pak army. Try to save yourself.’
পরে তিনি, একটি থ্রি নট থ্রি দিয়ে শত্রুপক্ষের মোকাবেলা করে সারারাত টিকে থাকেন। সকালে পাকিস্তানীদের হাতে আটক হয়ে অমানবিক নির্যাতনের শিকার হন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
আরএ