ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাবনায় দেয়াল ধসে আহত ৪ শিশুর মধ্যে আফরিনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, এপ্রিল ২১, ২০১৮
পাবনায় দেয়াল ধসে আহত ৪ শিশুর মধ্যে আফরিনের মৃত্যু আহত শিশু শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: পাবনা পৌর এলাকার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে আহত চার শিশু শিক্ষার্থীর মধ্যে আফরিন নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আফরিন শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে এবং সে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অপর আহতরা হলো- শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে আফসানা, আমিন উদ্দিনের ছেলে আল আমিন ও মানিক রতনের ছেলে ইসমাইল।  

আহতদের মধ্যে আফরিন ও ইসমাইলের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি দুই শিশুকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সফিকুল ইসলাম আফরিনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় নিহত আফরিনের পরিবারকে ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এসএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।