ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে কবিরাজকে জবাই করে হত্যাচেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, এপ্রিল ১৯, ২০১৮
সিলেটে কবিরাজকে জবাই করে হত্যাচেষ্টা জবাই করে হত্যাচেষ্টা

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে ইউনুছ মিয়া নামে এক কবিরাজকে জবাই করে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কটালপুর সেনেরবাজারে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্র জানায়, বাজারের একটি মার্কেটের তৃতীয় তলায় ইউনুছ মিয়ার কবিরাজি দোকান অবস্থিত।

রাতে একদল দুর্বৃত্ত কবিরাজের দোকানে ঢুকে তার গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টা করে। তাৎক্ষণিক আশপাশের লোকজনের আর্তচিৎকারে হুলস্তুল শুরু হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত কবিরাজকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে ইউনুছ মিয়ার ভাই নুরে আলম অভিযোগ নিয়ে থানায় আসলে ঘটনাটি জানতে পারি। পরে উপ-পরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সত্যতা যাচাই করা হয়।

তিনি বলেন, নারী সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুবেল ও ছালাউদ্দিনসহ কয়েকজন যুবক মিলে কবিরাজকে হত্যাচেষ্টা করে।  এ ঘটনাটি হামলাকারীদের বিরুদ্ধে নূরে আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।