বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার গড়চাপড়া গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাবু মণ্ডল আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বাবু গ্রামের একটি চায়ের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে গড়চাপড়া গ্রামের একটি মাঠের কুড়ে ঘরে নিয়ে কুপিয়ে হত্যা করে। এদিকে, বাবুর বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গ্রামবাসীর সহায়তায় রাতভর উদ্ধার অভিযান চালায়। পরে সকালে ওই কুড়ে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাছাড়া নিহতের নামেও হত্যা ডাকাতি চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এনটি