বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ভোররাতে তাকে আটক করা হয়। বদিউল আলম উখিয়ার বালুখালীর পানবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১৭’র বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, কুতুপালং এলাকায় কয়েকজন অস্ত্রধারী অসৎ উদ্দেশে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় একটি দেশীয় অস্ত্রসহ বদিউলকে আটক করা হয়। বাকিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন বাংলানিউজকে বলেন, আটক বদিউল আলমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
টিটি/এসআরএস