ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বানিয়াচংয়ে ধান কাটা শ্রমিকবাহী বাস খাদে, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, এপ্রিল ১৯, ২০১৮
বানিয়াচংয়ে ধান কাটা শ্রমিকবাহী বাস খাদে, আহত ১০ খাদে পড়ে যাওয়া বাস

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে ধান কাটা শ্রমিকবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বানিয়াচং-নবীগঞ্জ সড়কের কাগাপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থেকে ধান কাটা শ্রমিক নিয়ে একটি বাস বানিয়াচংয়ে আসছিল। পথে কাগাপাশা নামক স্থানে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।