বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ভোররাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ইফজাল ওই গ্রামের বাসিন্দা।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছোটদেশ ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, ভোররাতে একদল ডাকাত ইফজাল উদ্দিনের বাড়িতে ঢোকে। বাড়ির দু’টি ঘরের একটিতে থাকতেন ইফজাল অন্যটিতে তার বাবা-মা। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢোকতেই নিহতের বাবা আব্দুল জলিলের চেঁচামেচি শুনে বাবাকে বাঁচাতে এগিয়ে যান ইফজাল। এসময় ডাকাতরা তাকে লক্ষ্যে করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান ইফজাল।
এদিকে, খুনের ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শনে যান বলেও জানান চেয়ারম্যান মামুনুর রশিদ।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এনইউ/এসআরএস