বৃহস্পতিবার (১৯ এপ্রিল) মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট কোনো প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক নতুন করে এ দিন ধার্য করেন।
মামলাটিতে বর্তমানে নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা ও সংগঠনটির একাংশের আমির মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর, রাকিবুল হাসান রিগ্যান, আব্দুস সবুর খান ওরফে হাসান ওরফে হাতকাটা সোহেল মাহফুজ কারাগারে আছেন।
২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ জঙ্গি আস্তানায় রাতভর অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে এক ঘণ্টার মূল অভিযানে ৯ জঙ্গি নিহত ও একজন (রিগ্যান) আহত হন। তারা সবাই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানায় পুলিশ।
ওই ঘটনার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাস বিরোধী আইনে মিরপুর থানায় এ মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমআই/এএ