ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কল্যাণপুর জঙ্গি আস্তানা মামলার প্রতিবেদন ৩১ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫০, এপ্রিল ১৯, ২০১৮
কল্যাণপুর জঙ্গি আস্তানা মামলার প্রতিবেদন ৩১ মে

ঢাকা: রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট কোনো প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক নতুন করে এ দিন ধার্য করেন।

মামলাটিতে বর্তমানে নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা ও সংগঠনটির একাংশের আমির মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর, রাকিবুল হাসান রিগ্যান, আব্দুস সবুর খান ওরফে হাসান ওরফে হাতকাটা সোহেল মাহফুজ কারাগারে আছেন।

২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ জঙ্গি আস্তানায় রাতভর অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে এক ঘণ্টার মূল অভিযানে ৯ জঙ্গি নিহত ও একজন (রিগ্যান) আহত হন। তারা সবাই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানায় পুলিশ।

ওই ঘটনার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাস বিরোধী আইনে মিরপুর থানায় এ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।