মো. নজরুল ইসলাম বাদল গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের আলিমপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমানের ছেলে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ২০১৪ সালে সৌদি আরব, দুবাই, কুয়েত, ভারত ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে ১৮টি বিভিন্ন জাতের খেজুর গাছের চারা সংগ্রহ করেন নজরুল ইসলাম বাদল।

মো. নজরুল ইসলাম বাদল খেজুর বাগানের পাশাপাশি খেজুর চারার নার্সারিও করেছেন। এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় খেজুরচারা বিক্রি করেন তিনি। গতবছর (২০১৭ সালে) এ বাগান থেকে প্রায় ৬২ লাখ টাকার সৌদি খেজুরচারা বিক্রি করা হয়েছে। চলতি বছরেও তিনি (৪ মাসে) প্রায় ৫ লাখ টাকার খেজুর চারা বিক্রি করেছেন। এবছর তার বাগান থেকে ২০০ কলম চারা সংগ্রহ করেছেন। এছাড়াও বাগানে আরো প্রায় ৩০০ চারা আছে। দুই থেকে আড়াই বছর বয়সের একটি খেজুরচারা বিক্রি করা হয় ৫হাজার টাকায়। ৪ বছর বয়সের একটি চারা বিক্রি করা হয় ১০ হাজার টাকায়। এছাড়া একজোড়া (স্ত্রী-পুরুষ) কলম চারা বিক্রি করা হয় দেড় লাখ টাকায়। খেজুর বাগানে গিয়ে দেখা যায় মো. নজরুল ইসলাম বাদল বাগানের বড় গাছ থেকে কলম চারা সংগ্রহ করছে বিক্রির জন্য। সেই চারাগুলো যত্ন করে রাখা হচ্ছে সারিবদ্ধভাবে।
খেজুরচারা রোপণ করার নিয়ম
৩ফুট দীর্ঘ, ৩ফুট প্রস্ত এবং ৩ ফুট গভীর করে গর্ত করতে হবে। ওই গর্তের অর্ধেক মাটির সাথে অর্ধেক ভিটি বালু এবং ৩০ কেজি শুকনা গোবর মিশিয়ে ওই গত ভরাট করতে হবে। এরপর পানি দিতে হবে। পরে মাটি (দেবে) বসে যাওয়ার পর খেজুর চারা সঠিকভাবে রোপন করতে হবে। রোপনের ৩ মাস পরপর বছরে ৪বার রাসায়নিক সার ও মাল্টিমিক্স (ঔষধ) প্রয়োগ করতে হবে। বর্ষার আগে ও পরে জৈব সার দিতে হবে। যে কোনো মাটিতে খেজুর বাগান করা সম্ভব। তবে বৃষ্টির পানি যাতে না জমে এমন স্থানে চারা লাগাতে হবে। তবে রোদ থাকতে হবে। প্রতিবছর বাগানে একটি চারার পেছনে প্রায় ২ হাজার টাকা খরচ হয়।
মো. নজরুল ইসলাম বাদলের খেজুরবাগানে যাওয়ার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে হোতাপাড়া যেতে হবে। সেখান থেকে লেগুনা অথবা অটোরিকশায় ৫ থেকে ৬ কিলোমিটার পশ্চিমে পিরুজালী এলাকা। এ এলাকায় যে কাউকে বললেই হবে। আলিমপাড়ার মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমানের বাড়ি অথবা বাদলের খেজুরবাগান যাবো বলতে হবে।
খেজুরবাগান মালিক নজরুল ইসলাম বাদল জানান, সৌদি আরবের খেজুর বাংলাদেশে চাষ করা সম্ভব জেনে অনেক স্বপ্ন নিয়ে খেজুরবাগান করেছি। একদিন আমার বাগানে মধ্যপ্রাচ্যের সুস্বাদু খেজুর থাকবে। বর্তমানে ১৩টি গাছে খেজুর এসেছে। ফলের বয়স ২ মাস। খেজুর পাকতে সময় লাগে ৫/৬ মাস।
তিনি বলেন, বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুর ছড়িয়ে দিতে চাই। প্রমাণ করতে চাই এ দেশের মাটিতেও সৌদি আরবের বা মধ্যপ্রাচ্যের সুস্বাদু ও পুষ্টিকর খেজুর ফলানো সম্ভব। এজন্য সরকারের সহযোগিতাও প্রয়োজন। খেজুর চাষ করা নিয়ে এখানে একটি প্রশিক্ষণকেন্দ্র করারও ইচ্ছা আছে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
আরএস/জেএম