ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, এপ্রিল ১৮, ২০১৮
সিরাজগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন হাসপাতালে নিহতের স্বজনদের ভিড় / ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর দক্ষিণ এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্পন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। নিহত দর্পন হোসেনপুর দক্ষিণ এলাকার মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে।

 

স্থানীয়রা জানান, দর্পনের বড় ভাই রতনের কাছে একই এলাকার জোয়াদ আলীর ছেলে আরিফ হোসেন এক লাখ টাকা পেতেন। এর মধ্যে ৮০ হাজার টাকা পরিশোধ করেছিলেন রতন। বুধবার রাতে বাকী ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু রতন ওই টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় আরিফ ক্ষিপ্ত হন। এ সময় রতনের পরিবারের লোকজন এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আরিফ দর্পনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্পন নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।