ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাজেকের পর্যটন কটেজে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, এপ্রিল ১৫, ২০১৮
সাজেকের পর্যটন কটেজে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রে আগুন লেগে তিনটি কটেজ পুড়ে গেছে।

রোববার (১৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিবাগত রাত ২টার দিকে হঠাৎ রুইলুই পর্যটন কেন্দ্রের কাচালং রেস্ট হাউজ থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী গরবা রেস্ট হাউজ এবং সাজেক বিলাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

এদিকে খাগড়াছড়ির দিঘীনালা ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।