ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে ১০১০ পিস ইয়াবাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, এপ্রিল ১৫, ২০১৮
মুন্সীগঞ্জে ১০১০ পিস ইয়াবাসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১০১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৪০ টাকাসহ সোহাগ শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (১৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানায় র‌্যাব। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের চাম্পাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সোহাগ ওই গ্রামের মৃত আকবর শেখের ছেলে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় চাম্পাতলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ১০১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৪০ টাকাসহ সোহাগকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৩ হাজার টাকা।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।