ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাপ্তাইয়ে আগুনে পুড়লো ৫৬ ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, এপ্রিল ১৫, ২০১৮
কাপ্তাইয়ে আগুনে পুড়লো ৫৬ ঘর

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগুনে পুড়ে গেছে ৫৬টি বসতবাড়ি। রোববার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়ায় মারমা সম্প্রদায়ের বসতিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রদায়ের একটি বসতিতে আগুন লেগে তা ছড়িয়ে পড়লে মারমা সম্প্রদায়ের বেশির ভাগ ঘর পুড়ে যায়। স্থানীয়রা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এলাকা দুর্গম হওয়ায় সেখানে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি।

কাপ্তাই উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ফায়ারম্যান সারোয়ারুল আলম বলেন, আমাদের এ ব্যাপারে কেউ অবগত করেনি।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোক মুখে শুনেছি ওই এলাকার মারমা সম্প্রদায়ের ৫৬টির মতো কাচাঁবাড়ি পুড়ে গেছে। এলাকা দুর্গম হওয়ায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।