রোববার (০৮ এপ্রিল) বিএসএমএমইউ হাসপাতালে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ব্রিগেডিয়ার জেনারেল হারুন বলেন, দুপুরে ১টা ৫ মিনিটে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ থেকে সিলগালা করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট কারা অধিদফতরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন>>
** কুমিল্লায় খালেদার জামিন শুনানি ১০ এপ্রিল
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রিপোর্টে কী ছিল তা অধিদফতর থেকে তা জানানো হবে। আমরা সেখানেই পাঠিয়ে দিয়েছি।
এর আগে শনিবার (০৭ এপ্রিল) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরানো কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়।
সেখানে তার হাড়ের কয়েক ধরনের এক্স রে শেষে ফের কারাগারে নিয়ে যাওয়া হয় বিএনপি প্রধানকে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে জরিমানাও করা হয়। এরপর থেকেই কারান্তরীণ রয়েছেন বিএনপি চেয়ারপারসন।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮/আপডেট: ১৪৩২ ঘণ্টা
এজেডেএস/এমএ