রোববার (০৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত স্বপন গুরুদাসপুর উপজেলার মসিন্দা শিকারপাড়া গ্রামের খোদা বক্স প্রামাণিকের ছেলে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিল বিকেল ৫টার দিকে না পেয়ারা পারা নিয়ে নাসিমা ও তার শ্বশুর-শাশুড়ির মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বপন তার স্ত্রী নাসিমাকে বেদম মারপিট করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। রাতেই নিহতের বাবা মো. মাসেম মণ্ডল বাদি হয়ে এ ঘটনায় নাসিমার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন।
প্রথমে গুরুদাসপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ও পরে নাটোর সিআইডির এসআই মো. আতাউর রহমান মামলাটি তদন্ত করেন। এরপর ২০১৭ সালের ২৯ এপ্রিল ওই তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় নাসিমার স্বামীকে এ সাজা দেয়া হয়। আর হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা না পাওয়ায় নাসিমার শ্বশুর-শাশুড়িকে খালাস দেন বিচারক।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসআই