ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেলকুচিতে প্রতিপক্ষের হামলায় ৩ সহোদরসহ আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২১, এপ্রিল ৮, ২০১৮
বেলকুচিতে প্রতিপক্ষের হামলায় ৩ সহোদরসহ আহত ৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন সহোদরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (০৮ এপ্রিল) সকালে উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলার তামাই গ্রামের মৃত আব্দুল মান্নান খানের তিন ছেলে সুজন খান (৪০), মেরাজুল ইসলাম খান (৩৫) ও সিরাজুল ইসলাম খানের (৩০) নাম জানা গেছে।

তাদের আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, তামাই গ্রামের সুজনদের সাড়ে ২২ বিঘা আয়তনের একটি পুকুর সুজন প্রতিজ্ঞা সমবায় সমিতির সভাপতি আমির হামজা লিজ নিয়ে মাছ চাষ করতেন। লিজ নেওয়ার পর থেকে আমিরের সঙ্গে জমি মালিকদের দ্বন্দ্ব চলে আসছিল। চলতি বছর আমিরকে লিজ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই পুকুরটির মালিকরা। এ নিয়ে সকালে পুকুর মালিকদের সঙ্গে আমির গ্রুপের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে আমিরের নেতৃত্বে রুমু, জিন্নাহ, শফিসহ ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে পুকুর মালিক সুজন ও তার ভাইদের ওপর হামলা চালায়। এতে তিন সহোদরসহ পাঁচজন আহত হন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, হামলার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।