রোববার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাট্টাজোর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারুল ওই গ্রামের ইছা আলীর ছেলে।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহিম বাংলানিউজকে জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন তারা। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আনোয়ারুলের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আতিক। পরে আতিককে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরবি/