ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২, মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৮, এপ্রিল ৮, ২০১৮
গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২, মহাসড়ক অবরোধ প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়ায় বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। 

রোববার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

নিহতরা হলেন গোপালগঞ্জ চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনোলজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের আশিক (২২) ও গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রুকু মোল্লা (৬৫)।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে একটি বাস কাশিয়ানীর ব্যাসপুর থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে গোপীনাথপুর শরীফপাড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশিক নিহত হন। এ সময় আহত হন বাসের আরো অন্তত ১৬ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আরো একজনের মৃত্যু হয়।  

তিনি আরো জানান, দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা কয়েকটি যানবাহন ভাংচুর এবং ঘাতক বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রাস্তার দুইপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ উত্তেজিত ছাত্রদের বুঝিয়ে দুপুর সোয়া ১টার দিকে অবরোধ তুলে দেয়।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।