রোববার (৮ এপ্রিল) সকালে আশুলিয়ার ভাদাইল এলাকার মোহাব্বত আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আলমগীর (৪০) , তার স্ত্রী আফরোজা খাতুন (৩০) ও ছেলে আলামিন (১২)।
স্থানীয়রা জানায়, সকালে রান্নার জন্য আফরোজা গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে গ্যাসের লাইন লিক থাকায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো রুমে ছড়িয়ে পড়ে। এতে আফরোজাসহ ঘুমিয়ে থাকা আলমগীর ও তার ছেলে আলামিন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দগ্ধ আলমগীর আশুলিয়ার পুরাতন ডিইপিজেড এ অ্যাক্টর গার্মেন্টস এ ফিনিশিং সুপারভাইজার ও তার স্ত্রী আফরোজা স্থানীয় ঢাকার রিয়া গার্মেন্টসের অপারেটর। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ডা. রেজাউল হক বলেন, ‘দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত চলছে। ঢাকার বিষেশজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা করে দেখার পরই বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এএটি