ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রশ্নপত্রের প্রলোভনে অর্থ আদায়কারী আটক  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, এপ্রিল ৫, ২০১৮
প্রশ্নপত্রের প্রলোভনে অর্থ আদায়কারী আটক  

বরিশাল: ফেসবুকের সাহায্য নিয়ে এইচএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের লোভ দেখিয়ে অর্থসংগ্রহকারী একজন ধরা পড়েছে র‌্যাবের হাতে। বরিশালের উজিরপুর থেকে আটক সৈকত মৃধা (১৯) উপজেলার যোগীরকান্দার গিয়াস মৃধার ছেলে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) রাতে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপনে খবর পেয়ে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি’র একটি আভিযানিক দল বরিশাল জেলার উজিরপুর থানাধীন ডাবের কোল চৌরাস্তা বাজারের চাররাস্তার মোড়ে অভিযান চালিয়ে সৈকত মৃধাকে আটক করে।

ওইসময় তার কাছ থেকে ০১৬৩২৮৮০১৪১ ও ০১৭৯০৭৪৯৭৭৯ নম্বরের দুটি সিমকার্ডসহ একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তার নামে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি আছে। ফেসবুকে ‘‘নীল আকাশ” নামে ফেইক আইডির মাধ্যমে SC.JSC.SSC.HSC Exam Helping Center নামক গ্রুপে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে তা বিক্রির জন্য নিজের মোবাইল নং ০১৬৩২৮৮০১৪১ লিখে স্ট্যাটাস দেয়।

তার দেওয়া স্ট্যাটাস দেখে অনেক শিক্ষার্থী প্রলোভনে পড়ে মোটা অংকের টাকার বিনিময় ওইসব প্রশ্নপত্র ক্রয় করতে উদ্বুদ্ধ হয়। এভাবে সৈকত শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশসহ বিভিন্ন পন্থায় বিভিন্ন সময়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়।

তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনসেট, সিমকার্ড ও তার ফেসবুক আইডির তথ্য বিশ্লেষণ করে ভুয়া প্রশ্নপত্র বিক্রিতে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। বরিশাল জেলার উজিরপুর থানায় তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৭, এপ্রিল ০৬, ২০১৮

এমএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ