বৃহস্পতিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খাসেরহাট বাজার এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাদল বিশ্বাস উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় খাসেরহাট বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের পাশে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাওয়ায় জন্য রাস্তা পার হচ্ছিলেন বাদল বিশ্বাস। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, মোটরসাইকেলের দুই আরোহীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলে তারা সেখান থেকে পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
এনটি