ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের অভিযোগে মো. মাহফুজুর রহমান (২১) নামে একজনকে আটক করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (০৫ এপ্রিল) ভোরে রাজধানীর মিরপুরের কল্যাণপুরের একটি বাসার ৬ষ্ঠ তলার এক কক্ষ থেকে তাকে আটক করা হয়।
র্যাব-২ এর এএসপি মো. শাহিনুর ইসলাম জানান, মাহফুজুর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৮ম সেমিস্টারে অধ্যয়নরত।
তিনি হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে প্রশ্নপত্র দেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিতেন। এর আগেও বিভিন্ন পরীক্ষাতে তিনি এমন প্রতারণা করেছেন।
আটক মাহফুজুরের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এএসপি শাহিনুর।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
পিএম/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।