ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সামরিক মহড়ার সমাপনীতে হাসিনাকে আমন্ত্রণ সৌদি বাদশার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, এপ্রিল ৫, ২০১৮
সামরিক মহড়ার সমাপনীতে হাসিনাকে আমন্ত্রণ সৌদি বাদশার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বাদশার আমন্ত্রণপত্র পৌঁছে দেন সৌদির রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরী। ছবি: পিআইডি

ঢাকা: সৌদি আরবে চলমান যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-ওয়ান’র সমাপনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জনিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাদশার আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানও উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

গত ১৮ মার্চ শুরু হওয়া ‘গাল্ফ শিল্ড-ওয়ান’ যৌথ সামরিক মহড়া শেষ হবে আগামী ১৬ এপ্রিল। বাংলাদেশসহ ২৩টি দেশ মাসব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ