বৃহস্পতিবার (৫ এপ্রিল) গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাদশার আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানও উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
গত ১৮ মার্চ শুরু হওয়া ‘গাল্ফ শিল্ড-ওয়ান’ যৌথ সামরিক মহড়া শেষ হবে আগামী ১৬ এপ্রিল। বাংলাদেশসহ ২৩টি দেশ মাসব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমইউএম/এইচএ/