ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, এপ্রিল ৫, ২০১৮
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

মাগুরা: মাগুরা মহম্মদপুর উপজেলার আড়মাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর মোল্লার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) সকালে এর প্রতিবাদে ওই শিক্ষকের অপসারণের দাবি করে বিক্ষোভ করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

এছাড়া এ বিষয়ে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক আবু জাফর বিভিন্ন সময় স্কুলছাত্রীদের যৌন হয়রানি করেন। সম্প্রতি এক ছাত্রীকে হয়রানি করলে বিষয়টি প্রকাশ পায়। পরে একে একে বেরিয়ে আসতে থাকে জাফরের অনৈতিক কর্মকাণ্ড।

মনিরুল নামে এক অভিভাবক বাংলানিউজকে বলেন, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানি করেন বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর সুষ্ঠ বিচার হওয়া উচিত।

স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি শুনেছি এবং শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। ঘটনার সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন,   আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আপাতত তাকে ওই স্কুল থেকে সরিয়ে মৈফুলকান্দি স্কুলে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ