ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হুইপ আতিউর রহমানকে দুদকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, এপ্রিল ৫, ২০১৮
হুইপ আতিউর রহমানকে দুদকে তলব

ঢাকা: সরকার দলীয় সংসদ সদস্য (শেরপুর-১ আসন) এবং জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুদকের উপ পরিচালক কে এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়।  

শেরপুর-১ এর এই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ায় ত্রিশ একর জায়গায় বাগানবাড়ি তৈরি, ঢাকার অভিজাত এলাকায় দুটি প্লট ও দুটি ফ্ল্যাট এবং নামে-বেনামে শতকোটি টাকা অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।



বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ