বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকেলে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট এম শোভন খান এ তথ্য জানান। এর আগে সকালে পাকুন্দিয়া পৌরসভার মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়।
কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট এম শোভন খান বাংলানিউজকে বলেন, প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্য রানা প্রশ্নপত্র দেয়ার নাম করে টাকা আদায় করে আসছিলেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্তের পর সকালে অভিযান চালিয়ে মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোনসহ চারটি সিম কার্ড জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরবি/