সোমবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার রফিকুল ইসলামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক বাংলানিউজকে বলেন, রাতে মাদানীনগর মাদ্রাসার সামনে মহাসড়ক পারা হচ্ছিলেন। এ সময় সাইনবোর্ড থেকে কাঁচপুরগামী মোটরসাইকেল রাহাতকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাহাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় আহত হয় মোটর সাইকেল চালক বাদলও (২০)। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে আটক করা হয়েছে। বাদল সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এআর/এএটি