ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

না'গঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, এপ্রিল ২, ২০১৮
না'গঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রাহাত ইসলাম (২২) নামে যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক বাংলানিউজকে বলেন, রাতে মাদানীনগর মাদ্রাসার সামনে মহাসড়ক পারা হচ্ছিলেন। এ সময় সাইনবোর্ড থেকে কাঁচপুরগামী মোটরসাইকেল রাহাতকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাহাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরো বলেন, এ ঘটনায় আহত হয় মোটর সাইকেল চালক বাদলও (২০)। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে আটক করা হয়েছে। বাদল সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।