সোমবার (২ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূঁইয়া। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এসআই জাকির হোসেনকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তবে কখন ক্লোজড করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে স্কুলছাত্রী বিউটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে এ ঘটনায় ওই দিনই বিউটিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে তার বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল মিয়াসহ দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে ২১ মার্চ বাবুলের মা কলম চাঁন ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ইসমাইলকে আটক করে পুলিশ। এরপর ৩১ মার্চ সিলেট থেকে প্রধান আসামি বাবুলকে আটক করে র্যাব। পরে রোববার (১ এপ্রিল) আদালত তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, এ ঘটনা নিয়ে হবিগঞ্জসহ সারাদেশে আলোচনার ঝড় বইছে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরএ