ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০২ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার বিশ্বরোড এলাকার ইকোনো বাস স্ট্যান্ডের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মো. জিয়াউল হক বাংলানিউজকে জানান, সকালে ওই নারী সরাইল এলাকায় আসেন।
এরপর তিনি স্থানীয় হাজি আব্দুর রহমান মার্কের একটি ফার্মেসি থেকে শ্বাসকষ্টের জন্য ইনহেলার নেন। এর কিছুক্ষণ পরেই ইকোনো বাসের স্ট্যান্ডের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।