সোমবার (০২ এপ্রিল) বিকেলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
ওসি এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার মো. জালাল হোসেন ওরফে ঝন্টুর বিরুদ্ধে থানায় ১৩টি মামলা রয়েছে। এরমধ্যে রয়েছে ৭টির মতো হত্যা মামলা। এছাড়া এ ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমবিএইচ/এমজেএফ