ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১৩ মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, এপ্রিল ২, ২০১৮
১৩ মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেফতার অস্ত্র-গুলিসহ গ্রেফতার ঝন্টু। ছবি: আরিফ জাহান

বগুড়া শহরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে হত্যাসহ ১৩ মামলার আসামি মো. জালাল হোসেন ওরফে ঝন্টুতে (৪২) অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। ঝন্টু শহরের চকফরিদ কলোনি এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

সোমবার (০২ এপ্রিল) বিকেলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
এদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

ওসি এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার মো. জালাল হোসেন ওরফে ঝন্টুর বিরুদ্ধে থানায় ১৩টি মামলা রয়েছে। এরমধ্যে রয়েছে ৭টির মতো হত্যা মামলা। এছাড়া এ ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ