এছাড়া বগুড়া থেকে ১৫০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনে জনপরামর্শ (পাবলিক কনসালটেন্সি) গ্রহণের জন্য সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সংশ্লিষ্ট দফতর থেকে চিঠি দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন পেট্রোবাংলার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ইতোমধ্যে বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপ লাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে।
পরবর্তীতে শুরু হয় এর পরিবেশ সমীক্ষা। পানি সম্পদ মন্ত্রণালয় ওই সমীক্ষা চালাচ্ছে।
পেট্রোবাংলা সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্প হিসেবে সৈয়দপুর পর্যন্ত উচ্চ চাপ সম্বলিত পাইপ লাইন সম্প্রসারণের কাজটি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যে জনপরামর্শ গ্রহণে ১৫০ কিলোমিটার দূরত্বে সকল ইউএনও’র কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। জনপরামর্শ গ্রহণে তাদের কাছে দেওয়া চিঠিতে সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, রোববার (০১ এপ্রিল) সৈয়দপুরের ইউএনও বজলুর রশীদ জিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি হাতে পেয়েছেন। এরপর যাবতীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।
এ ব্যাপারে সৈয়দপুরের ইউএনও বাংলানিউজকে বলেন, জিটিসিএল থেকে চিঠি পেয়েছি। সে অনুয়ায়ী কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিকে, সৈয়দপুরে গ্যাস আসছে এমন খবরে উপজেলা জুড়ে আনন্দের শেষ নেই।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
টিএ