সোমবার (০২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
গণতন্ত্র, নির্বাচন এবং ভোটাধিকারের বিষয়ে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতেই দিসবটি পালন করা হবে বলে জানান সচিব।
সচিব বলেন, স্বাধীনতার মাসের প্রথম দিনকে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নিয়ে সেই প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠিয়েছিল নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমআইএইচ/জেডএস