ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারে চলন্ত বাসে ডাকাতির চেষ্টা, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, এপ্রিল ২, ২০১৮
সাভারে চলন্ত বাসে ডাকাতির চেষ্টা, আটক ৬ আটক ছয় ডাকাতকে প্রিজনভ্যানে উঠানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

সাভার: সাভারে চলন্ত বাসে যাত্রীবেশে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বাস ও বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার (২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে ডাকাতদের বাসসহ (দিনাজপুর-জ-০৪-০০১১) আটক করা হয়।

আটকরা হলেন- সাভারের তেতুলজোড়া গ্রামের একলাছ মিয়ার ছেলে রনি মিয়া, জামালপুরের বকশিগঞ্জ থানার জাগিরপাড়া গ্রামের রহিম হোসেনের ছেলে সবুজ হোসেন, বড়গুনা সদর থানার কেওড়া বানিয়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে সুজন সে সাভারের রাজশনে বসবাস করে, মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা গ্রামের বাবর হোসেনের ছেলে অন্তর, টাঙ্গাইল ধনবাড়ি থানার ইসলামপুর গ্রামের হায়দার আলীর ছেলে আকাশ ও টাঙ্গাইলের ভূয়াপুরের ঘাটান্দি গ্রামের হানিফ তালুকদারের ছেলে।

পরে তাদের প্রিজনভ্যানে করে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, ডাকাতের এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহাসড়কের নিজেরা বাস নিয়ে যাত্রী উঠিয়ে ডাকাতি করে আসছিলো। ডাকাত সদস্যরা যাত্রী বেশে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে। পরে সাধারণ যাত্রী উঠিয়ে চলন্ত বাসে অস্ত্রের মুখে সব কিছু লুট করে নিয়ে যায়। বাধা দিলে কুপিয়ে জখম করে যাত্রীদের। পরে যাত্রীদের নির্জন স্থানে ফেলে দেয় ডাকাত চক্রটি।  

তিনি বলেন, গোপন সংভাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসসহ তাদের আটক করা হয়। তাদের তল্লাশি চালিয়ে দু’টি বড় ছুরি ও চাপাতি জব্দ করা হয়। এসময় কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়।  

পালিয়ে যাওয়া ডাকাতদের আটকের চেষ্টা চলছে। আটক ডাকাতদের বিরুদ্ধে সাভার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই সেলিম।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ