সোমবার (২ এপ্রিল) সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সেলিম শাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহিল বাকী।
আরো বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক কাওসার রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা আবুল হাশেম, জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব সরকার প্রমুখ।
"নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন" এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে চারটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী এবং প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের সেবা গ্রহীতারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরএ