ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে অটিজম দিবসে চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৮, এপ্রিল ২, ২০১৮
জয়পুরহাটে অটিজম দিবসে চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ ছবি অাঁকছে অটিস্টিক শিশুরা

জয়পুরহাট: ১১ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জয়পুরহাটে চিত্রাঙ্কন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২ এপ্রিল) সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সেলিম শাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহিল বাকী।

আরো বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক কাওসার রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা আবুল হাশেম, জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব সরকার প্রমুখ।

"নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন" এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে চারটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী এবং প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের সেবা গ্রহীতারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।