ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে টেম্পো খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৭, এপ্রিল ২, ২০১৮
টাঙ্গাইলে টেম্পো খাদে পড়ে নিহত ১ দুর্ঘটনা কবলিত টেম্পো

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার ঘালা ইউনিয়নের মাগুরআটা গ্রামে যাত্রীবাহী একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইফুল আলম বাদশা (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন।

সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই গ্রামের কুইচবাড়ি রোডের মনতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল আলম বাদশা কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ডুনাইন গ্রামের বাসিন্দা।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী বাংলানিউজকে জানান, সকালে এলেঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি টেম্পো মগড়া হয়ে শহরে যাচ্ছিল। পথে কুইচবাড়ি রোডের মনতলায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে টেম্পোটি উল্টে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১১ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল আলম বাদশার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।