সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই গ্রামের কুইচবাড়ি রোডের মনতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল আলম বাদশা কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ডুনাইন গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইল পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী বাংলানিউজকে জানান, সকালে এলেঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি টেম্পো মগড়া হয়ে শহরে যাচ্ছিল। পথে কুইচবাড়ি রোডের মনতলায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে টেম্পোটি উল্টে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১১ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল আলম বাদশার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরএ