নিহত জহুরুল ইসলাম কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ী ইউনিয়নের শিবরাম সর্দারপাড়া গ্রামের মৃত জহুদ্দি শেখের ছেলে ও স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী ছিলো।
সোমবার (০২ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে কাঁচামাল ক্রয়ের জন্য অটোরিকশাযোগ যাচ্ছিলো জহুরুল ইসলাম। এসময় শহরের জিয়া বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশার চাকায় গায়ের চাদর গলায় পেচিয়ে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবাদুস সোবহান বাংলানিউজকে বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এফইএস/ওএইচ/