ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে গৃহবধূ এসিড দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৭, এপ্রিল ২, ২০১৮
রাজধানীতে গৃহবধূ এসিড দগ্ধ

ঢাকা: রাজধানীর হাজারিবাগ এলাকায় আকলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ এসিড দগ্ধ হয়েছেন।

সোমবার (০২ এপ্রিল) সকালে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হাজারিবাগ ঝাউচর শাজাহান মার্কেট এলাকায় পৌঁছালে তিনি এসিড দগ্ধ হন।

দগ্ধ গৃহবধূর স্বামী জুবায়ের হোসেন বাংলানিউজকে বলেন, সকালে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হাজারিবাগ ঝাউচর শাজাহান মার্কেট এলাকায় পৌঁছালে হঠাৎ একব্যক্তি আকলিমাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

এতে আকলিমার ডান গাল, বুক ও গলা ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি অভিযোগ করে বলেন, তাদের সঙ্গে শত্রুতা রয়েছে। তবে কে বা কারা আকলিমাকে এডিস নিক্ষেপ করেছে না জেনে এখনই বলা যাচ্ছে না।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক ডা. কবির হোসেন জানান, এসিড দগ্ধ গৃহবধূর ৫ শতাংশ পুড়ে গেছে। শুনেছি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে কারা যেন তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।