ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুরি হওয়া ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫১, এপ্রিল ২, ২০১৮
চুরি হওয়া ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ যুবক আটক আটক যুবক ও উদ্ধারকৃত গহনা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে এক প্রবাসীর বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কারসহ মো. আরিফুল ইসলাম আরিফ (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
 

সোমবার (২ এপ্রিল) ভোরে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার আতাহির চাঁনলাই গ্রামের মো. দুলালের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চাঁদলাই (জোড়বাগান) এলাকার ব্রুনাই প্রবাসী মো. মজিবুর রহমানের বাবা ফজলুর রহমানের রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে চোর ঘরে ঢুকে সিন্দুক থেকে স্বর্ণ‍ালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মজিবুর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প বরাবর একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প গোয়েন্দা নজরদারী বাড়ায়।

একপর্যায়ে রোববার রাত একটার দিকে র‌্যাব জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁদলাই (মোন্নাপাড়া) এলাকার মো. ডালিম হাসানের অটো চার্জার গ্যারেজের সামনে এক যুবক বেশ কিছু স্বর্ণালঙ্কার বিক্রির উদ্দেশে অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে আরিফুলকে স্বর্ণালঙ্কারসহ আটক করে।

উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে হাতের এক জোড়া রুলি বালা, কানের দুল ও লকেট। এর ওজন ৫ ভরি এবং বাজার মূল্য দুই লাখ টাকা।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চুরির ঘটনা স্বীকার করেছে। সে বিভিন্ন প্রকার মাদকে আসক্ত বলেও জানিয়েছে। এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।