ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৎ মাকে হত্যার পর কিশোরের আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, এপ্রিল ১, ২০১৮
সৎ মাকে হত্যার পর কিশোরের আত্মসমর্পণ

যশোর: যশোরের ঝিকরগাছায় সৎ মা আনোয়ারা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যার পর এক কিশোর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।

রোববার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজেলা শহরের কীর্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মসমর্পণকারী মিম (১৫) নামে কিশোরটি ওই গ্রামের মশিয়ার রহমানের প্রথম স্ত্রীর সন্তান।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ কর্মকর্তারা আত্মসমর্পণকারীর বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, বাবা মশিয়ার রহমান মাকে তালাক দিয়ে আনোয়ারা নামে আরেকজনকে বিয়ে করেন। তবে ওই সংসারেই আগের স্ত্রীর ছেলে মিম ও তার ছোট ভাই থাকতেন। রোববার (১ এপ্রিল) রাতে মিমের সামনেই সৎ মা তার ছোট ভাইকে নির্যাতন শুরু করলে সইতে না পেরে এ ঘটনা ঘটায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বাংলানিউজকে বলেন, আত্মসমর্পণকারী মিম জানিয়েছে, তাদের সৎ মা আনোয়ারা তাকে এবং ছোটভাইকে ঠিকমতো খেতে দিতেন না। প্রায়ই মারধরও করতেন।  

এদিন ছোটভাইয়ের ওপর এই নির্যাতন সইতে না পেরে রাতে সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সৎ মা আনোয়ারাকে হত্যা করে। এরপর সে থানায় এসে ঘটনা পুলিশকে জানায়।

তিনি আরও বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে আনোয়ারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।