ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে মারধর-ভাঙচুরের অভিযোগে ইন্সপেক্টর অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, এপ্রিল ১, ২০১৮
সিরাজগঞ্জে মারধর-ভাঙচুরের অভিযোগে ইন্সপেক্টর অপসারণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে সাধারণ মানুষের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও নারীদের মারধরের অভিযোগে ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মোস্তাফিজ হাসানকে অপসারণ করা হয়েছে। 

রোববার (১ এপ্রিল) সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ তাকে ২ নম্বর ফাঁড়ি থেকে অপসারণ করে চৌহালী থানায় বদলির আদেশ দেন।  

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ পরিদর্শক মোস্তাফিজ হাসানকে বদলির তথ্য নিশ্চিত করে বলেন, রাতেই এ আদেশ কার্যকর হবে।

 

তবে তিনি এটাকে নিয়মিত বদলি বলে দাবি করেন।  

এর আগে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রোববার (১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ধানবান্ধি ও পুঠিয়াবাড়ি মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই সংঘর্ষ থামাতে গিয়ে নারীদের মারধর ও বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ ওঠে পরিদর্শক হাসানের বিরুদ্ধে। বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ করেন হাসেনপুর জগন্নাথবাড়ি রোড মহল্লার প্রায় ১৯ জন সাধারণ নারী-পুরুষ।  

অভিযোগে তারা বলেন, রোববার (১ এপ্রিল) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাসানের নেতৃত্বে মহল্লার নারীদের উপর নির্যাতন ও ঘরে ঢুকে ভাঙচুর চালানো হয়।  

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।