ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিশোরীদের বিজয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, এপ্রিল ১, ২০১৮
কিশোরীদের বিজয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: মেয়েদের চার জাতি জকি গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ আমন্ত্রণমূলক ফুটবল কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (১ এপ্রিল) স্বাগতিক হংকংয়ে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা শিরোপা জেতার পর পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, টুর্নামেন্টে হংকংকে ৬-০ গোলে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ-১৫ মেয়েদের ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি।

শিরোপা জয়ের এ ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন তহুরা। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে মালয়েশিয়া ও ইরানের বিপক্ষে গোল উৎসবে মেতে জয় নিয়ে মাঠ ছেড়েছিল তহুরা-শামসুন্নাহাররা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১০-১ গোলে জয় পায় বাংলাদেশ। পরে ইরানকে ৮-১ গোলে হারায় লাল-সবুজের দলটি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।