রোববার (০১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, অটিজম কোনো ছোঁয়াচে রোগ নয়; এটি মানুষের হরমোনজনিত সমস্যার বহির্প্রকাশ।
মন্ত্রী জানান, অটিস্টিক হিসেবে রঙ নির্ধারণ করা হয়েছে নীল।
২ এপ্রিল দিবসটি পালন করবে সরকার। সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নীল বাতি প্রজ্জ্বলন করবেন।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের নিয়ে বর্তমান সরকারের উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে মেনন বলেন, আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে ‘ডিজ্যাবিলিটি ইনফরমেশন সিস্টেম’ শিরোনামে একটি সফটওয়্যারের মাধ্যমে তথ্য ভাণ্ডারে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যসমূহ সন্নিবেশিত করেছি।
প্রতিবন্ধীদের সংখ্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডাটা বেইজে এ যাবত শনাক্তকৃত প্রতিবন্ধী সংখ্যার ১৫ লাখ ৫৮ হাজার ৫৪৩ জন। এর মধ্যে অটিজম ৪৪ হাজার ৬৭৫ জন, শারীরিক প্রতিবন্ধী ৬ লাখ ৯১ হাজার ৪৮৩ জন, দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধিতা ৫২ হাজার ৮৪৬ জন, দৃষ্টি প্রতিবন্ধিতা ২ লাখ ১৪ হাজার ৯৫৪ জন, বাক প্রতিবন্ধিতা ১ লাখ ১৪ হাজার ৪৮৯ জন, বুদ্ধি প্রতিবন্ধিতা ১ লাখ ২২ হাজার ৩০৮ জন, শ্রবণ প্রতিবন্ধিতা ৪৫ হাজার ৬৪৬ জন, শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধিতা ৬ হাজার ৫১৫ জন, সেরিপালসি ৬৯ হাজার ৯৩৪ জন, বহুমাত্রিক প্রতিবন্ধিতা ১৭ হাজার ৯৭২ জন, ডাউন সিনড্রোম ৩ হাজার ৫৫ জন এবং অন্যান্য ১২ হাজার ৯১১ জন। প্রতিবন্ধীদের ডাটাবেইজ চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী প্রতিবন্ধী বৈশিষ্ট্যসম্পন্নদের নিয়ে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও প্রতিবন্ধীবান্ধব কিছু আইনের কাথা তুলে ধরে বলেন, সরকার অটিজমসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ এবং ‘নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩’ আইন প্রণয়ন করেছে। যেখানে সরকারের প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি কল্যাণমুখী দৃষ্টিভঙ্গির পরিবর্তে সাংবিধানিক অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এখন আইন দ্বারা স্বীকৃত।
মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত দপ্তর ও সংস্থা সমূহের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ১৫ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন নারী ও পুরুষের সার্বিক উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), ভিশন ২০২১ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বর্ণিত লক্ষ্যমাত্রসমূহের সঙ্গে সঙ্গতি রেখে এ সব কার্যক্রম গ্রহণ করছি।
অটিজম দিবসে অটিজম ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিন ক্যাটাগরিতে তিনজন করে মোট নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সচিব জিল্লার রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমআইএইচ/এসএইচ